Mujibur Rahman-2Others World 

বাংলাদেশে করোনার উদ্বেগে মুজিব-শতবর্ষের উদ্বোধন বাতিল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন। রোগী শনাক্ত হওয়ার পরই ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে উদ্বেগ। এর জেরেই মুজিব-শতবর্ষের উদ্বোধন অনুষ্ঠান বাতিল। ১৭ মার্চ এই অনুষ্ঠান উদ্বোধন হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং বিদেশসচিব মাসুদ বিন মোমেনকে নিয়ে গণভবনে বৈঠকে বসেছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী আবদুল মোমেন এ বিষয়ে জানিয়েছেন, এরকম একটি অনুষ্ঠান হলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে সেখানে। এই সময় তাতে সমস্যা তৈরি হতে পারে। মানুষের স্বার্থেই ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পূর্ব ঘোষিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরও বাতিল হল। তবে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ বিষয়ে এখনই কিছু বলতে আগ্রহী নন।

Related posts

Leave a Comment