raksha for womenBreaking News Lifestyle 

রায়গঞ্জে নারী সুরক্ষায় তৈরি হল ‘রক্ষা’

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেয়েদের সুরক্ষায় নারী দিবসের পরেই অসাধারণ এক পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ। রায়গঞ্জ পুলিশের নতুন বাহিনী ‘রক্ষা’। গত ৩ মার্চ উত্তর দিনাজপুরের প্রশাসনিক সভায় এই বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তড়িঘড়ি তৈরি করা হল ৩০ জনের বিশেষ দল। বাহিনী তৈরির সাথেসাথে তাঁরা কাজও শুরু করে দিল। নারী সুরক্ষায় চালু করা হল হোয়াটস অ্যাপ নম্বর- ৮৩৭০৯৫৪৫৪৩।

পুলিশের তরফে জানানো হয়, রায়গঞ্জ থানা এলাকায় যে কোনও মহিলা দিনে বা রাতে সমস্যায় পড়লেই এই নম্বরে ফোন করতে বা মেসেজ পাঠাতে পারবেন। এরূপ মেসেজ বা ফোন এলেই ‘রক্ষা’ বাহিনীর সদস্যরা ছুটে যাবেন বিপদগ্রস্ত মহিলার পাশে। এই বাহিনীর হাতে অস্ত্র হিসেবে দেওয়া হচ্ছে বৈদ্যুতিক লাঠি (ইলেকট্রিক ব্যাটন), চিলি স্প্রে, ওয়াকিটকি এবং বডি ক্যামেরা। কোনও মহিলা বিপদে পড়েছেন জানতে পারলেই ৬টি মোটর সাইকেলে ১২ জন পুলিশকর্মী একসঙ্গে পৌঁছে যাবেন ঘটনাস্থলে। প্রয়োজন হলে ৬ জন করে দুটি দলে বিভক্ত হয়ে দুদিক থেকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছবেন। এমনকী স্কুল-কলেজ-রাস্তায় ইভটিজিং হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ছুটে যাবে রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়াও কোনও বাড়িতে মহিলাদের উপর অত্যাচারের খবর পেলেও দ্রুত পৌঁছে যাবে বাহিনী।

রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার জানান, ‘মহিলাদের বাড়তি সুরক্ষা দেওয়ার জন্যই এই বাহিনী তৈরি করা হল। রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় কাজ করবেন রক্ষা কর্মীরা। প্রত্যেকের কাছে রক্ষার ফোন নম্বর পৌঁছে দিতে জোরদার প্রচার চালানো হবে।’

Related posts

Leave a Comment