বাংলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি ?
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দোল এবং হোলি দুদিনই আকাশ ছিল রোদ ঝলমলে। কিন্তু ফের বদলে যেতে চলেছে আবহাওয়া। পুনরায় পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা করছে হাওয়া-অফিস। বৃহস্পতিবার থেকে বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া-অফিসের পূর্বভাস অনুযায়ী, আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম হিমালয়ে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে। আবহাওয়ার পরিবর্তন হবে মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি।