SikimAccident Others 

সিকিমে গাড়িতে পাথর পড়ে মৃত্যু চালক-সহ ২ পর্যটকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হোলিতে ছুটি কাটাতে সিকিমে গিয়ে প্রাণ হারালেন বাংলার ২ পর্যটক। হোলির দিন সিকিমে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই মহিলা-সহ মোট ৩ জন। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে সিকিমের লিঙ্কটামের কাছে কিউখোলা এলাকায়।
উল্লেখ্য, বারাসাতের ১০ জনের ওই পর্যটক দলটি হোলিতে ছুটি কাটাতে সিল্ক রুটে বেড়াতে গিয়েছিলেন। গতকালই তাঁদের নিউ জলপাইগুড়ি ফিরে আসার কথা ছিল। ফেরার পথে কিউখোলার কাছে পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর গড়িয়ে পড়ে গাড়ির ওপর। আচমকা এই ঘটনায় নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি কয়েকশো ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক সুরজ ছেত্রী, দুই মহিলা পর্যটক ঝর্ণা সাহা এবং হৃষপ্রিয়া ঘোষের মৃত্যু হয়। ঝর্ণা সাহার বাড়ি বারাসাতের কালিকাপুরে এবং হৃষপ্রিয়া ঘোষের বাড়ি কলকাতার মুরারীপুকুরে। ওই দুর্ঘটনায় তাপস সাহা, সুব্রত দাস, নারায়ণ ঘোষ, কুঞ্জলা সাহা, দেবযানী সাহা, মিঠু ঘোষ, ঋষি ঘোষ, অনু ঘোষ এবং রাজু সাহা-সহ আরও মোট ৯ জন জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকার্যে ছুটে যান। পূর্ব সিকিমের জেলা পুলিশ সুপার হরি ছেত্রী জানান, “খুবই দুভার্গ্যজনক ঘটনা। পর্যটকদের এই দলটি পদমচেন থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ের উপরের দিকে একটি দেওয়াল ভেঙে ভারী পাথর নিচের রাস্তা দিয়ে যাওয়া গাড়িটিকে খাদে ফেলে দিয়েছে।”

Related posts

Leave a Comment