সার্জিকাল মাস্ক তৈরির দায়িত্বে বঙ্গশ্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় তটস্থ দেশ-বিদেশের ব্যাপক অংশের মানুষ। দেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও আতঙ্কের পরিবেশ। এর জেরে বাজারে আকাল মাস্কের।এই সুযোগে এন-৯৫ মাস্কের দাম উর্দ্ধমুখী। কোথাও কোথাও মিলছে না মাস্ক।এবার পরিস্থিতির মোকাবিলায় ডাবল লেয়ার সার্জিকাল মাস্কই ব্যবহার করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, এখনই ২ লক্ষ করে ফ্লাই মাস্ক ও এন-৯৫ মাস্ক কেনা হচ্ছে। এছাড়াও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) কিট কেনা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্রাফটস কো-অপারেটিভ সোসাইটি বা “বঙ্গশ্রী”-কে অবিলম্বে ৩০ হাজার সার্জিকাল মাস্ক সরবরাহ করতে বলেছে। জানা গিয়েছে, এটি পপলিন কাপড়ে ডাবল লেয়ার মাস্ক। দাম পড়ছে ৩৫ টাকা। অপারেশন থিয়েটারে চিকিৎসকরা এটি ব্যবহার করে থাকে। এ ধরনের মাস্ক দিয়ে নাক-মুখ ঢাকার সুযোগ থাকবে।