আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ নির্ভয়া কাণ্ডে অভিযুক্তরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক কোর্টে এবার ধর্ষকেরা।ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল নির্ভয়া কাণ্ডের ধর্ষকেরা। জানা গিয়েছে, ৩ অপরাধী- অক্ষয় সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আবেদন যায়। ওই আবেদনে লেখা হয়েছে, আগামী ২০ মার্চ ফাঁসি হওয়ার কথা, তার উপর যেন স্থগিতাদেশ জারি করা হয়।প্রসঙ্গত, বিবিধ আবেদন-আর্জির জেরে ইতিমধ্যেই ৩ বার মৃত্যুর পরোয়ানা জারি হয়েও ফাঁসি পিছিয়ে যায়। এর নেপথ্যে ছিল নতুন কোনও আবেদন, রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি প্রভৃতি। শেষ পর্যন্ত ৫ মার্চ ফাঁসির নতুন দিনক্ষণ ঘোষণা হয় আদালতে। এরপর এবার আন্তর্জাতিক কোর্টে এই আর্জি। তবে ভারতের কোনও নাগরিক আন্তর্জাতিক আদালতে যেতে পারেন কি না, সে বিষয়ে বিশেষজ্ঞমহল অবশ্য দ্বিমত পোষণ করছেন।