borderOthers 

বনগাঁর পেট্রোপোলে রোজগারে ভাটার টান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোরোনার থাবায় পেট্রোপোল বন্দর এলাকায় কার্যত নিষেধজ্ঞা জারি হয়েছে। ভারত -বাংলাদেশ যাতায়াতের উপর এই নিষেধাজ্ঞায় বন্দর এলাকার অর্থনীতি এখন সংকটে । রুটি-রুজির ব্যবস্থা শিকেয় উঠেছে। আয়ের পথও সব বন্ধ হয়েছে। প্রসঙ্গত ১৫এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা। এর জেরে পেট্রোপোল স্থল বন্দরের উপর জীবিকার জন্য নির্ভরশীল কয়েক হাজার মানুষ আর্থিক সমস্যায় জর্জরিত । রোজগারে এখন ভাটার টান। পেট্রোপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁ মহকুমায় শিল্প কারখানা নেই বললেই চলে। এই স্থল বন্দরের উপরই বহু মানুষ নির্ভর করে থাকে। পযটন, হোটেল ব্যবসা সহ দোকানপাট প্রভুতি নির্ভর করে স্থল বন্দরের চালু থাকার উপরেই।

Related posts

Leave a Comment