বন্ড গার্ল করোনায় আক্রান্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত বন্ড গার্ল। “কোয়ান্টাম অফ সোলেস” নামের বন্ড-ছবির বন্ড গার্ল ওলগা কুরিলেঙ্কো ইনস্টাগ্রামে জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্তের খবর। ৪০ বছর বয়সী এই ফরাসি অভিনেত্রী অভিনয় করেছেন ক্যামিলে মন্তেসের ভূমিকায়।উল্লেখ্য, ২০০৮ সালে তৈরি হওয়া ওই বন্ড-মুভিতে তাঁর বিপরীতে বন্ডের ভূমিকায় ছিলেন ড্যানিয়েল ক্রেগ। প্রাক্তন মডেল নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাঁর ৫ লক্ষ ৭৬ হাজার ফলোয়ারদের তিনি জানালেন, অসুস্থতা কথা। পাশাপাশি তিনি চেয়েছেন, তাঁর অনুরাগীরা যেন এই খবরটিকে খুব গুরুত্ব দিয়ে বিচার করেন। এক সন্তানের জননী ইনস্টাগ্রামে আরও লিখেছেন, “করোনা ভাইরাসের ফলাফল পজিটিভ জানার পর থেকেই বাড়িতে বন্দি হয়ে রয়েছি।”