করোনাই কেড়ে নিল কোচের প্রাণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনায় মৃত্যু হল ২১ বছর বয়সী স্প্যানিশ কোচের।নাম ফ্রান্সিসকো গার্সিয়া। মায়াগার আতলেতি পোর্তাদা আলতা ক্লাবে কোচিং করাতেন তিনি।জানা গিয়েছে, লিউকোমিয়াতে ভুগছিলেন এই কোচ। তার উপর করোনা ভাইরাস সংক্রমণ হয়। ফ্রান্সিসকোকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মারা গেলেন তিনি। ফ্রান্সিসকোই সবচেয়ে কম বয়সী কোচ, যিনি করোনা ভাইরাস মারা গেলেন। গত ৪ বছর ধরে ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন ফ্রান্সিসকো। জুনিয়র টিম থেকে সিনিয়র- দল পর্যন্ত এই কোচকে এক ডাকে সবাই চিনতেন।