Down MarketTravel 

করোনার জেরে সিকিমে পর্যটনে জোর ধাক্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিদেশী পর্যটকদের আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার থেকে দেশীয় পর্যটকদেরও আর সিকিমে প্রবেশ করতে দেওয়া হবে না। কার্যত নিষেধাজ্ঞা। সিকিমের সমস্ত রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল সহ পাব বন্ধ থাকছে ১৫এপ্রিল পর্যন্ত। জানা গিয়েছে ,প্রতিদিন সমতল থেকে অনেক মানুষ গ্যাংটকে যান কাজের জন্য। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। পাশাপাশি সিকিম ভ্রমনের জন্য যাঁরা শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন তাদের দার্জিলিং, কার্শিয়াং বা ডুয়ার্সে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর । রীতিমতো সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। অন্যদিকে সিকিমে ভালো চিকিৎসা পরিষেবা নেই। সেইজন্য করোনার থাবা থেকে সুরক্ষিত থাকতেই এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং । আবার নাথুলার জন্য বন্ধ রয়েছে পারমিট। সবমিলিয়ে ব্যাপক ক্ষতির মুখোমুখি সিকিমের পর্যটন।

Related posts

Leave a Comment