Pitch BurnersSports 

এবারের পিবিসিএল চ্যাম্পিয়ন পিচ বার্নার্স

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ব্যারাকপুর-পানিহাটি এলাকার ক্রিকেটপ্রেমী মানুষদের কাছে পিবিসিএল টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। গতকাল ১৫ই মার্চ ছিল এই পিবিসিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সমগ্র টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় পানিহাটি স্পোর্টিং-এর খেলার মাঠে। এদিন ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং পিচ বার্নার্স এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ হয়। ৩০ ওভারের এই ম্যাচে পিচ বার্নার্স সহজেই জয় ছিনিয়ে নেয়।

জানা গিয়েছে, এই টুর্নামেন্টে পিচ বার্নার্স, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, টাটা মটরস এবং লার্নিং মেট মোট চারটি দল অংশগ্রহণ করে। পিচ বার্নার্স পরপর চারটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৩টি ম্যাচ জিতে ফাইনালে নিজের জায়গা পাকা করে নেয়। এদিন পিচ বার্নার্স টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে অর্ডিন্যান্স ফ্যাক্টরি টীম ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান তোলে। যার মধ্যে রঞ্জিত দাস ৬৬ এবং সুজয় বসু ৪২ রান করেন। পিচ বার্নার্স এর বোলার নীলকান্ত এবং তীর্থঙ্কর যথাক্রমে ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে টীম পিচ বার্নার্স মাত্র ২৫ ওভারে ৬টি উইকেট হারিয়ে ২১৮ রান করে বিজয়ট্রফি নিজেদের দখলে নিয়ে নেন।

ওই ম্যাচে পিচ বার্নার্স দলের ক্যাপ্টেন তীর্থঙ্কর দাসগুপ্ত ৪৭ রানে অপরাজিত থাকেন এবং সায়ন্তন ও সজল যথাক্রমে ৪৫ ও ৩৮ রানের অসাধারণ ইনিংস খেলে নির্ধারিত ওভারের পূর্বেই দলকে জয়লাভের দোরগোড়ায় পৌঁছে দেয়। পিচ বার্নার্স দলের ক্যাপ্টেন তীর্থঙ্কর দাশগুপ্ত ব্যাট হাতে ৪৭ রান এবং বল হাতে ২টি উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ এর নির্বাচিত হন। অন্যদিকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দলের রঞ্জিত দাস এই ম্যাচে ৬৬ রান করে আউটস্টান্ডিং প্লেয়ার হিসেবে নির্বাচিত হন এবং ওই দলেরই আরেক খেলোয়াড় লাখবিন্দার সিংহ সবকটি ম্যাচ মিলিয়ে মোট ১৯২ রান এবং ৩টি উইকেট নেওয়ার সুবাদে ম্যান অফ দা সিরিজ এবং একইসঙ্গে সর্বোচ্চ রান স্কোরার হিসেবে পুরস্কৃত হন। আবার পিচ বার্নার্স দলের বোলিং সাইডের মধ্যমনি নীলকান্ত মুখার্জী সর্বমোট ৭টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারের স্বীকৃতি পান।

Related posts

Leave a Comment