Bharati StadiumOthers Sports 

আগামী মরশুমে আইএসএল উদ্বোধনের সম্ভাবনা কলকাতাতেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আগামী মরশুমে আইএসএলের উদ্বোধনের সম্ভাবনা কলকাতায়। কোনও অঘটন না ঘটলে উদ্বোধন অনুষ্ঠান হবে কলকাতাতেই। চেন্নাইয়িন এফ সি কে হারিয়ে এটিকে তিনবার চ্যাম্পিয়ান হল। এরপরেই আই এস এল কর্তৃপক্ষ পরের মরশুমের প্রস্তুতি শুরু করে দিল। উদ্বোধনী তালিকায় পছন্দের শীর্ষে কলকাতাই। আই এস এল কর্তাব্যাক্তিদের এক্ষেত্রে বক্তব্য ,কলকাতার যুবভারতী স্টেডিয়ামের মতো দর্শক আর কোনও মাঠে হবে না। তাই প্রথম পছন্দ কলকাতাই।

Related posts

Leave a Comment