মালদহে আটক শতাধিক বাংলাদেশি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার কারণে আচমকা বন্ধ সীমান্ত। এতেই চরম বিপাকে মুর্শেদা বেগম। জানা যায়, পঞ্চাশোর্ধ্ব ওই মহিলা কলকাতার ঠাকুরপুকুরের একটি হাসপাতালে নিজের চিকিৎসা করাতে এসেছিলেন। এখন আর দেশে ফিরতে পারছেন না। আরও জানা গিয়েছে, মুর্শেদা বেগমই শুধু নন, পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক আটকে রয়েছেন মালদহের মহদিপুর সীমান্তে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। এরফলে মালদহের মহদিপুর সীমান্তেও কেন্দ্রীয় শুল্ক দফতরের আধিকারিকরা এপারে আসা বাংলাদেশের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছেন, এমনটাই খবর।