কেরলে ২ টাকায় মাস্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়ার পর মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে গিয়েছে সারা দেশে। আর পাল্লা দিয়ে বেড়েছে সেগুলির দামও। এই পরিস্থিতিতে মাস্কের দাম মাত্র ২ টাকা ! আশ্চর্য হলেও ঘটনা সত্যি।জানা গিয়েছে, মাত্র ২ টাকায় মাস্ক বিক্রি করছে কেরলের কোচি শহরের একটি ওষুধের দোকান। মাস্ক প্রতি ২ টাকা দামে মোট ৫০০০ মাস্ক বিক্রি করেছে কোচিন সার্জিক্যালস নামের ওই দোকানটি। তসলিম পিকে নামে দোকানের মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ বছর ধরেই ২ টাকা প্রতি দরে মাস্ক বিক্রি করে আসছি।