marketOthers 

নববর্ষে ফের চালু পাটুলির বাজার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফের নবরূপে চালু দক্ষিণ কলকাতার পাটুলির ভাসমান বাজার। বাজারটি হবে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত। সব কিছু ঠিকঠাক থাকলে পয়লা বৈশাখেই নতুন রূপে চালু হয়ে যাবে পাটুলির ওই ভাসমান বাজার। শেষ মুহূর্তের কাজ এখন চলছে জোরকদমে। অন্যদিকে প্রশাসন বাজারকে প্লাস্টিক মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। আগে গরিমসি ছিল ক্রেতা ও বিক্রেতার মধ্যে। প্লাষ্টিক মুক্ত রাখার নির্দেশ থাকলেও দু বছরের মধ্যে বাজারের ঝিলটি প্লাস্টিকে ভরে যায়। পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছিল দিনের পর দিন। অনেক দোকান বন্ধ করেও দেওয়া হয়েছে। সাড়ম্বরে পাটুলির ভাসমান এই বাজারের উদ্বোধন হলেও তৈরির কয়েক বছরেই মধ্যেই তা থমকে পড়ে। এবার শুধরে নিচ্ছে কেএমডিএ। স্থানীয় সূত্রের খবর, পাটুলির ঝিলে এখন ড্রেজিংয়ের কাজ হচ্ছে । ঝিলের সব অংশেই পরিষ্কারের কাজ শুরু । এবার থেকে শুধুমাত্র কাগজ বা পরিবেশ-বান্ধব ব্যাগেই পাটুলির ভাসমান বাজার থেকে পণ্য কেনা যাবে। পরিবেশ বান্ধব ব্যাগের ব্যাবহার হলে ঝিলটি বাঁচানো সম্ভব হবে বলে মনে করছে সরকার। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন হওয়ার আবেদন জানানো হচ্ছে। নববর্ষে আবারও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে পাটুলির ভাসমান বাজার।

Related posts

Leave a Comment