আরামবাগের মৎস্যচাষি মিরাজুল পেলেন কৃষকরত্ন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মৎস্যচাষিকে কৃষকরত্ন। আরামবাগের আরান্ডি – ১ নম্বর অঞ্চলের শীতলপুর গ্রামের কৃষক সৈয়দ মিরাজুল ইসলাম এই স্বীকৃতি পেলেন। পারিবারিক সূত্রের খবর, মিরাজুল ইসলাম এক সময় ধান চাষ করতেন। ধান চাষের চেয়ে মাছ চাষে লাভ বেশি বলে পরবর্তীতে মৎস্য চাষের পেশায় চলে আসেন তিনি। বর্তমানে ৪টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছেন মিরাজুল। এই কাজের স্বীকৃতি-স্বরূপ তিনি পেলেন কৃষকরত্ন পুরস্কার। সরকারিভাবে তাঁর হাতে একটি মানপত্র এবং ১০ হাজার টাকার চেক তুলে দিয়ে সম্মানিত করা হয়। এই পুরস্কার প্রাপ্তির পর মিরাজুল জানালেন, আমি আমার জীবনের সেরা পুরস্কার পেলাম।