গ্রামীণ মহিলাদের জন্য এবার “সুশ্রুত”-এর শিক্ষামূলক কর্মসূচির কোর্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে শিক্ষিত এবং স্ব-নির্ভর মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু। সরকারি উদ্যোগে শহরতলি ও গ্রামাঞ্চলের মহিলাদের জন্য অনেক স্ব-নির্ভর প্রকল্পও আনা হয়েছে। এবার সুশ্রুত আই ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে গ্রামীণ মহিলাদের মানবসেবামূলক কাজে অংশীদার করে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে। কোর্সগুলি হল- অবথ্যালমিক টেকনিশিয়ান, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান ও ভিশন টেকনিশিয়ান প্রভৃতি। সুশ্রুত সূত্রের খবর, নারী সুরক্ষা ও স্বাধীনতার কথা মাথায় রেখে এই প্রয়াস নেওয়া হয়েছে। সাধ্যমতো ভাতা ও থাকার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সর্বস্তরের মেয়েরা যাতে নিজের পরিচয়ে বাঁচতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী জীবন কাটাতে পারে, তা সুনিশ্চিত করাই লক্ষ্য।