supreme courtOthers Politics 

দিল্লি পুলিশকে তিরস্কার শীর্ষ আদালতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টানা তিনদিন ধরে রাজধানী দিল্লিতে হিংসা অব্যাহত।এর জেরে মৃত্যু ২৭ জনের।লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা।হাসপাতালগুলিতে আহত ব্যক্তির ভিড় ।চারিদিকে আতঙ্ক ছড়িয়েছে।স্বজন হারানোর হাহাকার সর্বত্র। গোটা ঘটনার জন্য দিল্লি পুলিশকেই দায়ী করল সুপ্রিম কোর্ট।দেশের শীর্ষ আদালত জানিয়েছে,দিল্লির পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।পেশাদারিত্বের অভাৱও রয়েছে।উল্লেখ্য, দিল্লির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ।অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ )বিরুদ্ধে গত প্রায় ২মাস ব্যাপী দিল্লির শাহীনবাগে অবস্থান বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।সেখানে আটকে থাকা রাস্তা খুলে দেওয়ার আর্জি জানিয়ে একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।গত বুধবার তার শুনানির জন্যই উত্তর-পূর্ব দিল্লি অগ্নিগর্ভ হয়ে উঠে।

Related posts

Leave a Comment