পরিবারের সঙ্গে তিক্ত সম্পর্ক ব্যক্তির স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলে, গবেষকদের দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জীবন খুব সুখকর হয় না বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, মাথায় রাখা উচিত সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পরিবার। ব্যক্তির বিকাশ, মানসিকতা, ভালবাসা ও রাগ-সহ সব কিছুতেই পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সাম্প্রতিককালের একটি গবেষণায় জানা গিয়েছে, পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক যে-কোনও ব্যক্তির স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের সহকারী অধ্যাপক সারারাহ বি উডস জানিয়েছেন, আমরা গবেষণায় দেখেছি, পরিবারের আবেগঘন পরিবেশ ব্যক্তির স্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলে। “জার্নাল অব ফ্যামিলি সাইকোলজি” পত্রিকায় গবেষকদের এই সংক্রান্ত নিবন্ধে এই তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৮০২ জন ব্যক্তির তথ্য এই সমীক্ষায় তুলে ধরা হয়। ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন। পরিবারের বন্ধন নিয়ে বিভিন্ন প্রশ্নও করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দেখা গিয়েছে, যাঁদের পারিবারিক বন্ধন বেশ শক্তিশালী, তাঁরা তুলনামূলকভাবে রোগে কম আক্রান্ত হয়েছেন। আবার পরিবারের সঙ্গে যাঁদের তিক্ত সম্পর্ক, তাঁরা বেশিমাত্রায় অসুস্থ হতে দেখা গিয়েছে।