antertikaEnviornment Others 

আন্টার্কটিকার ২০ শতাংশ বরফই গলে গেল ৯দিনে ভয়াবহ বিপদের আশঙ্খা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্টার্কটিকার বরফের ২০ শতাংশ গলে গেল।তাও আবার মাত্র ৯দিনে।শুনতে অবাক হলেও এটিই বাস্তব ঘটনা।এই মাসে ক্রমাগত তাপপ্রবাহ চলেছে আন্টার্কটিকায়। ফলে দ্বীপপুঞ্জের বহু স্থানে বরফ গলে জল হয়েছে। এই কারণে বিশ্ব উষ্ণায়ন নিয়ে চিন্তায় রয়েছেন।পরিবেশ বিজ্ঞানীরা। আন্টার্কটিকার উত্তর দিকে সর্বাধিক বরফ গলেছে বলে,স্থানীয় সূত্রে জানা যায়।আন্টার্কটিকায় অনেক স্থান আছে যেখানে কখনও বরফ গলে জল হয়নি।সেই সব স্থান গুলিতেও এবার বরফ গলছে।চলতি মাসের শুরু থেকেই টানা ৯ দিন ধরে তাপদাহ চলেছে আন্টার্কটিকায়। সেখানে ৬৪.৯ডিগ্রি ফরেনহাইট পর্যন্ত তাপমাত্রা পৌঁছায়।এই রকম তাপদাহে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে আন্টার্কটিকায়।আর্থ অবজারভেটরি (নাসা ) বলেছেন,আন্টার্কটিকায় ঈগল আইল্যান্ডের চূড়ায় ৪ ইঞ্চি বরফের আবরণ গলে গিয়েছে।পূর্বে আলাস্কা ও গ্রিনল্যান্ডে এত তাড়াতাড়ি বরফ গললেও আন্টার্কটিকায় এই প্রথম।পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইস জানিয়েছেন,বিশ্বের শীতলতম স্থানে বরফ দ্রুত গলার ঘটনা মোটেও ভাল লক্ষ্মণ নয়।এই মাসের শুরুর দিকে আন্টার্কটিকার আবহাওয়া অস্বাভাবিকভাবে গরম পড়তে থাকে।যার ফলে সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পেয়েছিলো।তার পর ৯ দিন ধরে অনবরত আন্টার্কটিকার বরফের চাদর গলতে থাকে।

Related posts

Leave a Comment