গাজন উৎসব আসলে কী জানেন?

গাজন উৎসব। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বয়ং শিব। চড়ক ও গাজনে চলে শিবের উপাসনা। গাজন উৎসবে ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ্য ও শুদ্র সবার অধিকার। পণ্ডিত ও শাস্ত্রীয় বিশেষজ্ঞরা বলছেন,চৈত্র শেষের এই উৎসব আসলে শিবের বিবাহ অনুষ্ঠান। নীলকণ্ঠ শিবের সঙ্গে নীল পরমেশ্বরী বা চন্ডিকার বিবাহ। পৌরাণিক কাহিনী মতে বলা হয়েছে,এই বিবাহোৎসবে ভূত-প্রেত-দত্যি ও দানবের উপস্থিতি। যারা শিবের অনুগামী। শাস্ত্রীয় বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন,শিব বা মহাদেবের জন্ম শ্রাবণ মাসে। চৈত্র শেষে বিবাহ হয়। তাই চৈত্র মাসকে “মধুমাস” বলা হয়।

Read More