সূর্যের সোনালি বৃত্ত

আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্যগ্রহণের সময় উদ্ভাসিত সোনার আংটি ৷ এই সূর্যগ্রহণের নাম জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে হাইব্রিড সূর্যগ্রহণ বা হাইব্রিড সোলার ইক্লিপ্স ৷ জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হল- সূর্যের আকৃতির তুলনায় চাঁদের ছায়া থেকে যা ছোট ৷ এই আবহে চাঁদ সম্পূর্ণ আড়াল করতে সক্ষম নয় সূর্যকে ৷ এক্ষেত্রে চাঁদের ছায়াকে ছাপিয়ে চতুর্দিকে দেখা যায় সূর্যের সোনালি বৃত্ত ৷ আর মাঝে অন্ধকার বৃত্ত। সোনালি বলয়ের এই সূর্যকে দেখে মনে হবে ঠিক সোনার আংটির মতো ৷

Read More