বঙ্গ মননে লক্ষ্মীরূপে পুজো
আকাশ ভরা পূর্ণিমার চাঁদ। দুয়ারে লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন। লক্ষ্মীরূপে পুজো। বঙ্গ মননে লক্ষ্মী। শ্রী-সম্পদে লক্ষ্মীর শরণাপন্ন। প্রাচীন আমল থেকেই প্রচলিত রয়েছে লক্ষ্মী বিরাজমান শস্য,ধান ও ধনে। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলে থাকেন,লক্ষ্মীপুজোয় কুমারী পূজিতা হন “মহালক্ষ্মী” রূপে। অন্যদিকে মেয়েদের লক্ষী বানানোর জন্য পাঁচালি তৈরি হয়েছে। একটা অংশের মানুষের অভিমত,এ যুগের বঙ্গললনাদের সংজ্ঞার বদল এসেছে।
Read More