দুর্গাপুজোর ছন্দে লক্ষ্মীর আরাধনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোর ছন্দে লক্ষ্মীর আরাধনা। বাঙালির লক্ষ্মীপুজোর আয়োজন ঘিরে ব্যস্ততা বঙ্গে । বাংলার গৃহে-গৃহে জাঁকজমকপূর্ণ কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। রীতি-রেওয়াজ মেনে পুজো তৎপরতা তুঙ্গে। জমে উঠেছে লক্ষ্মীপুজোর বাজারও। বিজয়ার পর থেকেই চলে দেবী লক্ষ্মীকে বন্দনার চূড়ান্ত আয়োজন। (ছবি: সংগৃহীত)

