বাঙালির ঘরে-ঘরে লক্ষ্মীপুজোর আয়োজন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেবী দুর্গা কৈলাসে পাড়ি দিয়েছেন। এবার রীতি মেনে পূর্ণিমাতে হবে লক্ষ্মীপুজোর আয়োজন। বিজয়া-পর্ব চলছে। তার মধ্যেই চলেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এই তৎপরতা তুঙ্গে। বাঙালির এই লক্ষ্মীপুজোর আয়োজন চলে প্রাচীন আমল থেকেই । উল্লেখ করা যায়, করোনা আবহের জেরে লক্ষ্মীপুজোর ক্ষেত্রেও গত দু-বছর নিয়ন্ত্রণ ছিল। দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে বাঙালির উন্মাদনাও কম নয়।
রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে আয়োজন হয় এই লক্ষ্মীপুজোর। একাদশী থেকেই লক্ষ্মীপুজো নিয়ে ব্যস্ততা বেড়ে যায় বাঙালির। রাজ্যের অনেক গ্রামীণ এলাকাতে দুর্গাপুজোর মতোই জাঁকজমক পূর্ণ লক্ষ্মীপুজোর আয়োজন হয়ে থাকে। জাঁকজমকপূর্ণ লক্ষ্মীপুজোর আকর্ষণীয় পুজোমণ্ডপও দেখা যায়। বেশ কিছু জেলার প্রান্তে থিমের পুজোও দেখা যায়। সুসজ্জিত মণ্ডপে মণ্ডপেও মানুষের সমাগম ঘটে। রীতি-রেওয়াজ মেনে লক্ষ্মীপুজো হয় বাঙালি গৃহে। আবার ক্লাবে ক্লাবেও অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুজো।

