“গজল কিং” আজ আর নেই
বিশিষ্ট গজল গায়ক পঙ্কজ উধাস সুরলোকে যাত্রা করলেন। এই সঙ্গীতশিল্পীর জীবন ৭২ বছর বয়সে থেমে গেল। তাঁর কণ্ঠস্বর মুগ্ধ করেছে সঙ্গীত প্রেমীদের ।
গজলের মতো সঙ্গীতকে রুপোলি পর্দায় নিয়ে আসার নেপথ্যে অন্যতম ছিলেন পঙ্কজ উধাস। তাঁর গাওয়া একাধিক গজল হিন্দি সিনেমায় জনপ্রিয়তা এনে দিয়েছিল। চিরতরে বিদায় নিলেন “অউর আহিস্তা কি জিয়ে বাতে….”র গায়ক।
