জনজোয়ার তৃণমূলের মহা-সমাবেশে
২১ জুলাই মহা-সমাবেশ। সকাল থেকেই তৃণমূল কর্মী-সর্মথকদের ভিড়। মানুষের পতাকা ও ফেস্টুন হাতে দলীয় কর্মীদের উৎসাহ। আম-জনতার ভিড় উপচে পড়ছে কলকাতার বুকে। সমাবেশের পথে বর্ণময় জনজোয়ার। বনগাঁ, বসিরহাট,সুন্দরবন, সাগর, ডানকুনি, পাঁশকুড়া-সহ বিভিন্ন জেলার প্রান্ত থেকে দলীয় সর্মথকদের মিছিল। বেলা বাড়তেই জনজোয়ার ৷ প্রত্যেক মিছিলের মুখ ধর্মতলামুখী। কর্মী সমর্থকদের ভিড় ছিল রঙিন- বর্ণময় ৷
Read More