একুশে তৃণমূলের মহা-সমাবেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২১ জুলাই ধর্মতলায় শহীদ তর্পণ। সকাল থেকেই কর্মী-সর্মথকদের ভিড়। হৃদয়পুরে ই-রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে চলেছে জোরদার প্রস্তুতি। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে মা-মাটি-মানুষের পতাকা ও ফেস্টুন হাতে দলীয় কর্মীদের ভিড়। স্লোগান মুখে তৃণমূল কর্মী-সমর্থকদের দেখা যাচ্ছে। আম-জনতার ভিড় উপচে পড়ছে। সমাবেশের পথে বর্ণময় জনজোয়ার কলকাতার বুকে।
দু-বছর পর ফের ২১-এর মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা চোখে পড়ছে। করোনা অতিমারির কারণে সমাবেশ করা সম্ভব হয়নি। তৃণমূল নেতৃত্ব প্রথম থেকেই বলে এসেছেন এই সমাবেশে রেকর্ড সংখ্যক ভিড় হবে ৷ কলকাতা মহানগরে জনবিস্ফোরণের আভাসও দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের ভিড়।
বনগাঁ, সুন্দরবন, সাগর, ডানকুনি, পাঁশকুড়া-সহ বিভিন্ন জেলাশহর থেকে দলীয় সর্মথকদের মিছিল। বেলা বাড়তেই জনজোয়ার ৷ প্রত্যেক মিছিলের মুখ আজ ধর্মতলামুখী। কর্মী সমর্থকদের ভিড় আজ রঙিন- বর্ণময় ৷ দলীয় পতাকা ও দলীয় প্রতীক যেমন রয়েছে তেমনি ত্রিবর্ণরঞ্জিত বেলুন সহ কাটআউট দেখা যাচ্ছে ৷ নজরে আসছে বেশ কিছু কর্মী-সমর্থকের বর্ণময় সাজও৷
(ছবি: সংগৃহীত )

