Taapsee-Pannu-Mithali-RajEnviornment Others 

মিথিলা রাজের ভূমিকায় এবার তাপসী পান্নু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ বার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। সূত্রের খবর, তাঁর পরের ছবি ‘সাবাশ মিঠু’। এই ছবিতে তিনি একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন। এক্ষেত্রে জানা গিয়েছে, মিথিলা রাজের ভূমিকায় অভিনয় করবেন পান্নু। এই ছবির জন্য ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়েছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন।

এছাড়াও তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, অনেক পথ যেতে হবে। কিন্তু শুরুটা ভালো হলে অর্ধেক কাজ হয়ে যায়। আগে কখনও ক্রিকেট খেলেননি। তাই এই চরিত্রটি তাঁর জন্য খুব কঠিন হতে চলেছে বলে মনে করছেন তিনি। ছবিটি পরিচালনায় রয়েছেন রাহুল ঢোলাকিয়া। প্রসঙ্গত, এখন কেরিয়ারের ব্যস্ততম সময়ে রয়েছেন তাপসী পান্নু। কিছুদিন আগে শেষ করলেন ‘রশ্মি রকেট’ ছবি। এ বার ‘সাবাশ মিঠু’-তে বিশেষ ভূমিকায় থাকছেন তিনি।

Related posts

Leave a Comment