Kolkata High Court-10Others 

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেজিস্ট্রার জেনারেল। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হতে চলেছেন প্রসেনজিৎ বিশ্বাস। উল্লেখ করা যায়, তিনি এতদিন পর্যন্ত রাজ্য সরকারের লিগ্যাল রিমামব্রান্সার পদে ছিলেন। সূত্রের আরও খবর, হাইকোর্ট প্রশাসনিক বদলির নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে। অন্যদিকে বিধানসভার সচিব ও কয়েকটি জেলা বিচারকের পদেও বদলির নির্দেশ জারি হয়। এক্ষেত্রে আরও জানা যায়, বিধানসভার সচিব অভিজিৎ সোম হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্ট্রার পদে নিযুক্ত হচ্ছেন। বিধানসভার নতুন সচিব হতে চলেছেন সুপ্রতিম ভট্টাচার্য। এ বিষয়ে আরও জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার বিচারক মহম্মদ শব্বর রশিদি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিচারক উদয় কুমার যথাক্রমে রেজিস্ট্রার জুডিশিয়াল সার্ভিস ও রেজিস্ট্রার ইন্সপেকশন-১ পদে নিযুক্ত হতে চলেছেন।

Related posts

Leave a Comment