শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু প্রশাসনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারকেশ্বর থেকে শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু। লকডাউনে আটকে পড়া রাজ্যের বিভিন্ন জেলার শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাঁকুড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদ থেকে কাজের সন্ধানে আসা শ্রমিকরা জড়ো হতে শুরু করেন। বাঁকুড়া থেকে আসা শ্রমিকদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া চলে। পর্যায়ক্রমে অন্যান্য জেলা শ্রমিকদের ফেরানো হবে বলে প্রশাসন জানিয়েছেন। বাঁকুড়া থেকে আসা এক শ্রমিক জানিয়েছেন, আমরা সকালে বাসস্ট্যান্ডে এসেছি। বিকেলেও বাস ছাড়েনি। সারাদিন রোদে অভুক্ত অবস্থায় বাচ্চাদের নিয়ে আমরা অনেকেই পড়ে রয়েছি। কোনওরকম খাবারের ব্যবস্থা নেই। বাড়িতে পৌঁছতে পারলে বেঁচে যাই। অন্যদিকে তারকেশ্বরের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস জানিয়েছেন, ২০টি বাসে বাঁকুড়ার বিভিন্ন থানা হিসাবে শ্রমিকদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৬৫০ জনের অধিক শ্রমিক এখন বাড়ি ফিরছেন। সূত্রের খবর, তারকেশ্বর থেকে বাসে ওঠার আগে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পরীক্ষা করে তাঁদের যাওয়ার অনুমতি দিচ্ছেন। শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটি এলাকার নাম নথিভুক্ত করে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। এরপর মুর্শিদাবাদ, ২৪ পরগনা-সহ অন্যান্য জেলার শ্রমিকদের বাড়ি ফেরানো হবে।

