লক্ষ্য-২০২৪ : জোটের নামকরণ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। সংক্ষিপ্ত নাম ইন্ডিয়া ৷ বিজেপি বিরোধী ২৬ দলের মঞ্চে এই নাম ঘোষণা হল। সেই প্রস্তাবে সম্মতও হল বিজেপি বিরোধী জোট ৷ লক্ষ্য-২০২৪ লোকসভা নির্বাচন। বিরোধী মঞ্চের এই নামকরণের পর “এনডিএ” নামেরও নতুন ব্যাখ্যা সামনে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই জোটের নতুন ব্যাখ্যা তুলে ধরলেন। “এনডিএ” শব্দের অর্থ নিউ ইন্ডিয়া। ডেভলপমেন্ট এবং অ্যাস্পিরেশন অর্থাৎ নতুন ভারত, উন্নয়ন এবং প্রত্যাশা। (ছবি: সংগৃহীত)

