OnionsBreaking News Lifestyle 

পেঁয়াজের ঝাঁঝে নয়, দামেই চোখে জল এসে যাচ্ছে মধ্যবিত্তের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে প্রায় সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ। এবার কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। নিত্য প্রয়োজনী সামগ্রীর মধ্যে পেঁয়াজ অন্যতম আনাজ। আর প্রতিদিনের এই আনাজের দাম বৃদ্ধিতে মাথায় হাত আম জনতার। জানা গিয়েছে, পুজোর শেষে পেঁয়াজের দাম বেড়ে হল কেজি প্রতি ৮০ টাকা। তবে কোনও কোনও জায়গায় সেটা কেজি প্রতি ৯০ বা তারও বেশি। ফলে ধারণা করা হচ্ছে, যে কোনওদিন সেঞ্চুরি হাঁকাবে পেঁয়াজ। উল্লেখ্য, পুজোর শুরুতে দাম ঘোরাফেরা করছিল ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে। তবে গত এক সপ্তাহের মধ্যেই মাত্রা ছাড়াল সেই দাম। তাই পেঁয়াজের ঝাঁঝে নয়, দামেই চোখে জল এসে যাচ্ছে মধ্যবিত্তের।

Related posts

Leave a Comment