BOOK FAIR AND KOLKATAEducation Entertainment Others 

জুলাইয়ে হচ্ছে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর স্বস্তি। জুলাইতেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা হবে,জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বাতিল হচ্ছে না বইমেলা। আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, আগামী জুলাইতেই সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। তবে মেলার দিনক্ষণ এখনও জানানো হয়নি।

উল্লেখ করা যায়, ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশন ও জেনিভা প্রকাশিত বইমেলা ক্যালেন্ডার অনুযায়ী ২০২১সালের ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা । করোনা আবহে পিছিয়ে দিতে হয় বইমেলা। গত ডিসেম্বরে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আগামী জুলাই মাসে আয়োজিত হবে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

সূত্রের খবর, এ বারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এ বারের বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপিত হবে। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও পালিত হবে এই বইমেলায়।

Related posts

Leave a Comment