dharmatalaAccident Breaking News 

রানি রাসমণি অ্যাভিনিউয়ে চলন্ত বাসে আগুনে এলাকায় চাঞ্চল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চলন্ত বাসে আগুন লাগায় চাঞ্চল্য। জানা গিয়েছে, ধর্মতলায় এক চলন্ত বাসে আগুন লাগে। তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়ে যান বলে জানা যায়। সূত্রের খবর, আগুন লাগার পরিস্থিতিতে জানতে পেরে আতঙ্কে চলন্ত বাস থেকে হুড়োহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। সূত্রের আরও খবর, রানি রাসমণি অ্যাভিনিউতে এই দুর্ঘটনাটি ঘটেছে। এরপর বাসটি ধোঁয়ায় ঢেকে গেলে বিস্ফোরণের আশংকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আশেপাশের এলাকাতে বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে খবর। এরপর দমকলে খবর দিলে দমকলের ১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকলবাহিনীর প্রাথমিক অনুমান, বাসের যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুন লেগেছে।

ছবি: প্রতীকী

Related posts

Leave a Comment