Ganga Sagar MelaTravel 

গঙ্গাসাগর মেলায় মাস্কে করোনা প্রতিরোধের বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণের বিষয়টি মাথায় রেখে আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য ১০ লক্ষ মাস্ক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন এ তথ্য জানিয়েছেন। একাধিক ধরণের মাস্ক তৈরি করা হবে বলেও জানা যায়। করোনার স্বাস্থ্যবিধিকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া আসা সমস্ত ব্যক্তিদের গঙ্গাসাগরে মাস্ক বিতরণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, সব নিয়ম মেনেই এবার মেলা পরিচালনা করা হবে।
সূত্রের খবর, মাঝারি ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ২ লক্ষ মাস্ক নেওয়া হবে বলেও জানা গিয়েছে। ডায়মন্ডহারবার, কুলপি এবং আলিপুর সদরের ১৯ টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৫০ হাজার মাস্ক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব মাস্কে বাংলা এবং হিন্দিতে বিভিন্ন বার্তা দেওয়া থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ স্যানিটাইজার তৈরি করা হবে। জেলা প্রশাসন মেলা প্রাঙ্গণে এগুলি বিতরণ করবে বলেও জানা যায়।

Related posts

Leave a Comment