maan ki baatBreaking News Lifestyle 

দেশীয় খেলনা উৎপাদনে আত্মনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় খেলনা উৎপাদনে জোর দিলেন। আত্মনির্ভর হওয়ার কোথাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে শিশুদের বিকাশ নিয়েও আলোচনা হয়েছে। খেলনা হল শিশুমনের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিশুদের হাতে নিত্যনতুন খেলনা দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা হচ্ছে। অসম্পূর্ণ খেলনা নিয়ে শিশুরা খেলে তা সম্পন্ন করে। খেলনার গুরুত্বের কথা রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গিয়েছিলেন। অন্যদিকে খেলনা উৎপাদনে কীভাবে ভারত আত্মনির্ভর হতে পারে, তা খোঁজ করা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

এবিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রকৃতির কথা মাথায় রেখে তৈরি করতে হবে খেলনা। এই শিল্পেও আত্মনির্ভর ভারত গড়তে হবে। তিনি আরও জানিয়েছেন, খেলনার বিষয়ে জাতীয় শিক্ষানীতিতে জোর দেওয়া হয়েছে। আবার খেলনার মাধ্যমে শিক্ষার বিষয়ে আলোচনায় চলছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বে খেলনার বাজার ৭ লক্ষ কোটি টাকার। তাতেই ভারতের অংশীদারিত্ব খুবই কম। এখন সময় এসেছে “টিম আপ ফর টয়েজ” প্রকল্প শুরু করার। এটা অনেকটাই আমাদের ভোকাল ফর লোকালের সঙ্গে মানানসই।

Related posts

Leave a Comment