হারিয়ে যেতে বসেছে চড়ুই পাখি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চড়ুই পাখির সংখ্যা ক্রমশ কমছে। দেখা মিলছে না ওদের। কিচির-মিচির শব্দটা এখন আর সকালে শোনা যায় না। একটা সময় বাড়ির আনাচে-কানাচে একঝাঁক পাখিরা খেলা করতো,ঝগড়া করতো। ছোট -ছোট চড়ুই পাখির দল হারিয়ে গেল কোথায়, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও অনেক। পাখি বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছেন, পরিবেশের কারণেই হারিয়ে যেতে বসেছে চড়ুই পাখির দল। গ্রামীণ ও শহরাঞ্চলের গৃহস্থ বাড়ির ফাঁক-ফোঁকর খুঁজেই ছিল চড়ুইয়ের বাসা। চড়ুই পাখিদের ঘটনা নিয়ে অনেক কথা-কাহিনী রয়েছে। পত্র-পত্রিকা ও সাহিত্যে খোঁজ-খবর পাওয়া যায় ছোট্ট পাখিদের। খুদে ওইসব পাখিদের হারিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন থেকে যায়। পাখিপ্রেমীরাও ব্যথিত তাদের সংখ্যা প্রতিদিন কমে যাওয়ায়।
আপনার নিজস্ব মতামত পাওয়ার প্রত্যাশায় রয়েছি আমরা। লাইক – কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।

