বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আরও একবার নির্মাণের ক্ষেত্রে ইতিহাস ভারতের। এবার ১০,১৭১ ফুট উঁচুতে গড়ে উঠল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। জানা গিয়েছে, মানালি থেকে লেহ-কে সরাসরি যুক্ত করবে এই টানেল। সূত্রের খবর, দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে এই রোহতাং টানেলের নামকরণ করা হয়েছে ‘অটল টানেল’। সবকিছু স্বাভাবিক থাকলে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ এই অটল টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নির্মাণ সংস্থা সূত্রে খবর, রোহতাং পাসের কাছে প্রায় ১০,১৭১ ফুট উচ্চতায় তৈরি এই টানেলটি। এই সুড়ঙ্গ পথটি খুব শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা যায়। একবার এই টানেলটি চালু হলে যাতায়াতের দূরত্ব অনেক কমে যাবে। পাশাপাশি কমবে পরিবহনের খরচও। উল্লেখ্য, ২০১০ সালের ২৮ জুন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নির্মাণ সংস্থা সূত্রে আরও খবর, শুরুতে এই প্রকল্পটি ৬ বছরের কম সময়েই নির্মাণের কথা ছিল। তবে সময় লেগেছে ১০ বছর। এই টানেল প্রায় ৮.৮ কিলোমিটার দীর্ঘ। যা বিশ্বের অন্যতম দীর্ঘ হাইওয়ে টানেলের উপাধি পেতে চলেছে। এক্ষেত্রে এই প্রকল্পের বাস্তবায়নে খরচ হয়েছে প্রায় ৩,২০০ কোটি টাকা।
সংস্থা সূত্রে আরও জানা যায়, এই টানেল তৈরির কাজ শেষের পর্যায়ে রয়েছে। বর্তমানে টানেলের ইলেক্ট্রো-মেকানিক ফিটিংস প্রতিস্থাপন, ইন্টেলিজেন্ট ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেম, ফায়ার সিস্টেম, রাস্তার কাজ, আলোর কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

