ট্রেনে সামাজিক দূরত্ব কতটা মানা সম্ভব হবে,তা নিয়ে রয়েছে প্রশ্ন
আমার বাংলা নিউজ ডেস্ক,নিজস্বপ্রতিনিধি:লোকাল ট্রেন চালু হতেই মধ্যমগ্রাম স্টেশনে যাত্রীদের লম্বা লাইন। সকলেই মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব। যাত্রীদের বক্তব্য,ট্রেনে সামাজিক দূরত্ব কতটা মানা সম্ভব হবে,তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। এবার আসি ট্রেনের কথায়। মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই,সেই পুরোনো ছবি বনগাঁ লাইনে। সেই বাদুড় ঝোলা হয়ে মানুষ ট্রেন সফর করছে। যাত্রীদের দাবি- এই দেশে লোকাল ট্রেনে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। তাহলে কি এই ভাবেই চলবে লোকাল ট্রেন পরিষেবা।
করোনা নিয়ম-বিধি মেনে ট্রেন পরিষেবা দেওয়া সম্ভয় নয়,ছবি দেখে এমনটাই মনে হচ্ছে। মধ্যমগ্রাম স্টেশনে যাত্রী ছিল যথেষ্ট, তবে সেই অর্থে পুলিশ প্রশাসন নজরে আসেনি। তবে তৎপরতা দেখা গিয়েছে বারাসত স্টেশনে। এ ভাবে ট্রেন পরিষেবা দেওয়া হলে আগামীদিনে করোনা সংক্রমণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

