asham and electionOthers Politics 

অসমে তৃতীয় দফায় ১২ জেলার ৪০টি আসনে ভোট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অসমে চলছে তৃতীয় দফার নির্বাচন পর্ব। বুথে বুথে ছিল মহিলাদের ভিড়। আজ ৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন মহিলা প্রার্থী। অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচনে ভোট হবে ১২টি জেলার ৪০টি আসনে। সামাজিক দূরত্ববিধি মেনেই ভোট চলছে।

শেষ দফার যে এলাকাগুলিতে নির্বাচন চলেছে এআইইউডিএফ , কংগ্রেস ও বোড়োল্যান্ড পিপলস পার্টির প্রভাব রয়েছে, এমনটা মনে করছেন সেখানকার রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আজকের ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, গায়িকা কল্পনা পটোয়ারী ও অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী প্রমুখ।
তৃতীয় দফার ভোটে রয়েছে বড়োভূমিও। এখানকার ১২টি আসনই গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি। তবে এবার সমীকরণ অন্য। প্রথম দু’দফায় ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।

অসমের ১২টি জেলার বিভিন্ন আসনে ভোটগ্রহণ চলছে। লোয়ার অসম এবং বোড়োল্যান্ডের আসনগুলিতে নির্বাচন চলেছে। এই এলাকায় অনেক বছর ধরে আধিপত্য রয়েছে মহিলারি এবং তাঁর দলের।

Related posts

Leave a Comment