abhijit and mamtaOthers Politics 

অর্থনৈতিক মন্দার মোকাবিলায় দিশা খোঁজার প্রয়াস মুখ্যমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিপর্যস্ত পরিস্থিতি দেশব্যাপী। দেশের অর্থনীতির ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে বিভিন্নমহলে প্রশ্নও। অর্থনৈতিক মন্দার মোকাবিলায় ভবিষ্যতের দিশা খোঁজার প্রয়াস শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে “গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড অফ কোভিড রেসপন্স পলিসি” গড়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যমণি থাকবেন নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই বর্ডার লক্ষ্য হবে, অর্থনৈতিক মন্দা থেকে বাঁচিয়ে রাজ্যকে নতুন ভবিষ্যতের দিশা দেখানো। জানা গিয়েছে, অর্থনীতিবিদ অভিজিৎ ছাড়াও ওই বোর্ডে থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা স্বরূপ সরকার। বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় এবং অভিজিৎ চৌধুরিও থাকবেন। উপযুক্ত নীতি নির্ধারণের মাধ্যমে গঠিত বোর্ড সরাসরি মুখ্যমন্ত্রীকে সাহায্য করবে।

Related posts

Leave a Comment