দামী ফুল শুকোচ্ছে গাছেই, হতাশ ফুলচাষিরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দামি দামি ফুল শুকিয়ে যাচ্ছে মাঠেই। রীতিমতো হতাশ ফুলচাষিরা। গাছ ভরা ফুলের বিক্রি নেই। চোখের জল মুছে জমি সাফাইয়ে ব্যস্ত বহু ফুলচাষি। হাওড়ার বাগনান থানার ঘোঁড়াঘাটা, দেউলটি, বৈদ্যনাথপুর, বাইনান, বাঁকুড়দহ সহ নানা গ্রামের এই ছবি এখন আখছার দেখা যাচ্ছে। বাজারে বিকোচ্ছে না ফুল। মরশুমি ফুল গাছেই থেকে যাচ্ছে। ফুলচাষি ও ফুলের ছোট ব্যবসায়ীদের এখন মাথায় হাত। স্থানীয় সূত্রে খবর, এইসব এলাকার কয়েক হাজার বিঘেতে মরশুমি ফুলের চাষ হয়। এখানকার বড় অংশের মানুষ এই পেশায় নিয়োজিত থাকেন। বাগনান এলাকার এইসব ফুল বিক্রি হয় হাওড়া ব্রিজ সংলগ্ল মল্লিকঘাট ও পূর্ব মেদিনীপুরের দেউলিয়া ও কোলাঘাটে। আবার ট্রেন-বাস বন্ধ। বাজারও বসছে না। চাষিরা ফুল নিয়ে কোথায় বেচবেন, তা নিয়েও বিপর্যস্ত ফুলচাষিরা। ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময় ফুলের বাজার খুলে রাখার জন্য সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে।