নবান্নে বাম নেতৃত্ব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বাম নেতৃত্ব। বিপর্যস্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপিও তুলে দেবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব উপস্থিত থাকবেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ বাম নেতাদের সময় দিলেন মুখ্যমন্ত্রী। সঙ্কটময় পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেইসব বিষয়েই কথা হবে বলে জানা যায়।