tmc and meetingOthers Politics 

বারাসত ও স্বরূপনগরে আপাতত স্থগিত তৃণমূলের সভা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বারাসত ও স্বরূপনগরে হচ্ছে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। প্রস্তুত নয় মাঠ এবং নিরাপত্তার কারণে আপাতত স্থগিত হয়েছে সভা। উত্তর ২৪ পরগণার বারাসত ছাড়াও স্বরূপনগরের সভা নিয়েও অনিশ্চয়তা তৈরি। স্থানীয় সূত্রের খবর, এর আগে বারাসতের সভাও বাতিল করা হয়। বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে প্রায় একই সময়ে বারাসতে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিপ্যাড ও সভাস্থল খুব কাছাকাছি থাকায় নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে তৃণমূল নেত্রীর সভার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশন এই অনুমতি না দেওয়ায় বারাসতে সভা বাতিল হওয়ার কারণে, তৃণমূল সিদ্ধান্ত গ্রহণ করে সভা হবে স্বরূপনগরে। সেই সভাও বাতিল হয়েছে বলে খবর। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত জনিত কারণে তার নিরাপত্তার নিয়ম অনুযায়ী হেলিপ্যাড ও সভা মঞ্চ হতে হবে স্বল্প দূরত্বের। মঞ্চ ও হেলিপ্যাড একই মাঠে করার প্রস্তাবও রাখা হয় । বারাসতে মুখ্যমন্ত্রীর সভার দিন পরিবর্তনের পর শেষ বেলায় মুখ্যমন্ত্রীর সভা করার সিদ্ধান্ত গ্রহণ করে দল। সিএম প্রটোকল মেনে মাঠ পেতেও সমস্যা তৈরি হয়। শেষ পর্যন্ত গভীর রাতে স্বরূপনগরে মুখ্যমন্ত্রীর সভা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীণা মন্ডল মন্তব্য করেছেন, “দ্রুত যাবতীয় আয়োজন করেও সভা করা সম্ভব হল না ।” তবে স্বরূপনগর ও বারাসতে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলে জানানো হয়েছে। তবে নির্ধারিত সূচী অনুযায়ী মমতার সভা আজ রাণাঘাট, বসিরহাট ও দমদমে হচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment