বেহালায় তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এর প্রতিবাদে গত শনিবার বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এর পরিপ্রেক্ষিতে সোমবার তৃণমূলের কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে রাস্তায় নামতে হচ্ছে আমাদের। পাশাপাশি তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকার মুনাফা লাভের আশায় সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করছে। এই পরিস্থিতিতে তৃণমূলের কাজ মানুষকে সেবা করা। আপনারা মানুষের কাছে গিয়ে দাঁড়ান , তাঁদের খোঁজ খবর নিন। রাজ্য সরকার বিনামূল্যে রেশন থেকে শুরু করে কন্যাশ্রী ও স্বাস্থ্য প্রকল্প দিয়েছেন

