করোনার কোপে ভারতের ফুটবল সফর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে একের পর এক আন্তর্জাতিক খেলা বাতিল হয়ে যাচ্ছে।করোনার কবল থেকে রক্ষা পাইনি ফুটবলও। এবার বাতিল হল ভারতের আন্তর্জাতিক ফুটবল সফর। প্রসঙ্গত, আগামী ৫ মার্চ অনূর্ধ্ব -১৪ ভারতীয় ফুটবল দলের তাজিকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। সেখানে তাদের ২টি ম্যাচ খেলার কথা থাকলেও তা কার্যত বাতিল হলো। অন্যদিকে, ৩১ মার্চ ভারতীয় সিনিয়র দলেরও তাজাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল তবে করোনার কোপে তাও বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কবে এই ম্যাচ হবে তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই দুই দেশের খেলোয়াড়দের মন ভেঙে গিয়েছে।