করোনা নিয়ে আস্বস্ত করলেন প্রধানমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সমগ্র দেশবাসী যখন কোরোনার আতঙ্কে জবুথবু হয়ে যাচ্ছে তখন প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার করোনা আটকাতে বহু প্রকল্পের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লক্ষাধিক ডাক্তার-কর্মীদের করোনা আটকানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
অন্যদিকে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে নিশ্চিন্তে থাকার জন্য টুইট করেছেন। তিনি আরও বলেছেন যে, করোনার প্রতিরোধে বহু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একসাথে কাজ করছে।