ঝড় শুরু হতেই সল্ট লেকে গাছ উপড়ে পড়ল
অমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ হাওয়া অফিসের সতর্কতার পরেই আজ সকাল থেকে কলকাতার আকাশ মাঝে মাঝেই ঘন কালো হয়ে এসেছে। দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হয়। ঝড়ের দাপটে নিক্কো পার্কের কাছে একটি গাছ উপড়ে পড়ে।
সূত্রের খবর, প্রবল হাওয়ার মধ্যে হঠাৎ উপড়ে যায় গাছটি। মাটি থেকে উপড়ে সেটি গিয়ে পড়ে একটি গাড়ির ওপরে। চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। তার পরেই ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় ট্রাফিক পুলিশ।
অন্যদিকে, আজ উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছে। শিলাবৃষ্টির ফলে বরফের চাদরে মুড়ে গিয়েছে সমস্ত দার্জিলিং শহর।