করোনার জেরে রাজ্যে প্রশিক্ষণ ১ লক্ষ ডাক্তার-কর্মীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যবহৃত পোশাক বা রোগীর বর্জ্য- গ্লাভস ছাড়া হাত দেওয়া যাবে না করোনা রোগীর কোনও জিনিসেই। রাজ্যের প্রায় ১ লক্ষ ডাক্তার-স্বাস্থ্যকর্মীর জন্য এমনই নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি রোগীর কাছাকাছি আসতে হয় বা তাঁর ব্যবহৃত জিনিসপত্রে হাত দিতে হয়, এমন বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের জন্য এল বিভিন্ন ধরনের নির্দেশাবলি। এই নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন স্বাস্থ্যকর্তারা। অন্যদিকে রাজ্যে কোনওভাবে করোনা সংক্রমণ শুরু হলে এবং সরকারি হাসপাতালে এই ধরনের রোগী আসতে শুরু করলে সংক্রমণ বন্ধ করতে এই নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে। তাই নির্দেশিকা ঠিকমতো মানতে রাজ্যজুড়ে প্রশিক্ষণ এবং “ট্রেনিং অব দি ট্রেনার্স” শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ সম্পূর্ণ হলে তাঁরা আবার বিভিন্ন স্তরের কর্মীদের প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছে। এমনই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী। যেসব কর্মীর জন্য এই নির্দেশিকা আসছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার, স্টাফ নার্স (এএনএম সহ), মেডিক্যাল টেকনোলজিস্ট, চতুর্থ শ্রেণির কর্মী (সাফাইকর্মী, ওয়ার্ডবয়-সহ বিভিন্ন ধরনের কাজে যুক্তরা), সহকারী সুপার, ফেসিলিটি ম্যানেজার (ওয়ার্ড মাস্টার) প্রমুখ। তালিকায় রয়েছেন প্রায় ৫০ হাজার নার্স, প্রায় ১৫ হাজার চিকিৎসক এবং শিক্ষক-চিকিৎসক। এছাড়া প্রায় ১২ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রায় ১২ হাজার চতুর্থ শ্রেণির কর্মী, কয়েকশো সহকারী সুপার, কয়েকশো ফেসিলিটি ম্যানেজার-সহ রোগী পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা। সংখ্যার হিসেবে যা প্রায় ১ লক্ষ।